গৌরবময় এক অধ্যায়ের সূচনা হলো ফিনল্যান্ডের হেলসিংকিতে। প্রথমবারের মতো একজন বাংলাদেশি—রোটারিয়ান নূরের জামান ভূঁইয়া—হেলসিংকি ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গতকাল রোববার (৮ জুন) সন্ধ্যায় হেলসিংকির একটি হোটেলে অনুষ্ঠিত হলো ক্লাবটির ৩০তম অভিষেক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি আন্না-লিসা আনুষ্ঠানিকভাবে ক্লাবের ‘কলার’ হস্তান্তর করেন নবনির্বাচিত সভাপতি নূরের জামান ভূঁইয়ার হাতে। এ সময় উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ১৪২০ এর গভর্নর ইয়েরে, সাবেক গভর্নর বার্জার ও লিসা, এবং ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ডিস্ট্রিক্ট গভর্নর ইয়েরে তার বক্তব্যে বলেন, “রোটারিয়ানরা মানবসেবার ব্রত নিয়ে কাজ করছেন। ‘ইউনিট ফর গুড’-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন সভাপতি সমাজ উন্নয়ন ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমি আশাবাদী।”
সাবেক গভর্নর বার্জার বলেন, “মানুষের জীবন কেবল নিজের জন্য নয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব পরার্থে নিবেদিত হওয়া। আমি বিশ্বাস করি, সভাপতি জামানের নেতৃত্বে ক্লাবটি আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে এগিয়ে যাবে।”
সাবেক গভর্নর লিসা আশাবাদ ব্যক্ত করেন, “সভাপতি জামানের দক্ষতা ও নেতৃত্বে ক্লাবটি আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে পৌঁছাবে।”
বিদায়ী সভাপতি আন্না-লিসা তার মেয়াদকালের সহায়তার জন্য ক্লাব সদস্য ও ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমাপনী বক্তব্যে সভাপতি নূরের জামান ভূঁইয়া আগামী বর্ষের জন্য তার পরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেন এবং তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, রোটারিয়ান জামান হেলসিংকি ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের ইতিহাসে প্রথম বাংলাদেশি সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দেশের গর্বিত প্রতিনিধিত্ব করছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান টমি, অনুরূপ কান্তি দাশ, আজিজুল হক পাপনসহ অন্যান্য বিশিষ্টজনেরা।