অ্যাকশন আর রোমান্সের মিশেলে তৈরি নতুন ওয়েব নাটক “পাঁজরের টান” ইতিমধ্যেই দর্শকদের হৃদয় কেড়ে নিয়েছে। গ্যাংস্টার এবং এক সাধারণ মেয়ের অগাধ প্রেমের গল্প নিয়ে তৈরি এই নাটকটি মুক্তির প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে।
চট্টগ্রামের ছেলে জিকু চৌধুরীর “পাঁজরের টান” একটি হৃদয়স্পর্শী ও রোমাঞ্চকর প্রেমের গল্প, যেখানে এক গ্যাংস্টার এবং একজন সাধারণ মেয়ের সম্পর্কের টানাপড়েন, আবেগ আর বিপদের দ্বন্দ্ব ফুটে উঠেছে। পুরান ঢাকা ও সিলেটের সুন্দর লোকেশনে শুটিং করা এই নাটক দর্শকদের বাংলাদেশের সৌন্দর্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে।
নাটকটির মূল চরিত্রে অভিনয় করছেন -সাকিব সিদ্দিকী, নুসরাত প্রিয়সী। সঙ্গীতে জনপ্রিয় গায়ক অনন্ত শান্ত।
নাটকটি CD Choice-এর ইউটিউব চ্যানেলে মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই সাকিব সিদ্দিকীর অভিনয় এবং নুসরাত প্রিয়সীর রসায়নকে অবিস্মরণীয় বলে আখ্যায়িত করেছেন। নাটকের গান এবং সিনেমাটোগ্রাফির প্রশংসাও করা হচ্ছে।
এআরই/বাংলাধারা