২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিভাগে করোনায় একজনের মৃত্যু

দেশে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। গেলো ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১৫ জন এবং দুজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের।

শুক্রবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় দুই নারী মারা গেছেন। তাদের একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, আরেকজনের বয়স ৭১ থেকে ৮০ বছররের মধ্যে।

একজন ঢাকা বিভাগের আরেকজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। একজন সরকারি হাসপাতালে আরেকজন বেসরকারি হাসপাতালে মারা যান।

উল্লিখিত সময়ে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ যাবত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮০০ জন।

২৪ ঘণ্টায় তিন জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ যাবত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন