চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন শাহজাহান চৌধুরী। তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক হুইপ।
শুক্রবার (১৩ জুন) সকালে সাতকানিয়া উপজেলার কেরানীহাটের একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক সমাবেশে দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

এমনিতেই চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির ২৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। গত ২৯ মে চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীদের পরিচিতি সভায় শাহজাহান চৌধুরীর প্রার্থিতা জানানো হলেও আনুষ্ঠানিক ঘোষণা আজ দেওয়া হলো।
সমাবেশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও দেশের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তুলতে জামায়াত প্রস্তুত। প্রয়োজনে যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতায় আমরা রাজি।”
তিনি আরও বলেন, “নির্বাচনী মৌসুমে রাজনৈতিক মেরুকরণ বাড়ে। ইতোমধ্যে বিভিন্ন দল ও জোটের মধ্যে সমঝোতার প্রচেষ্টা শুরু হয়েছে। আমরা চাই, দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান যেন না ঘটে।”
জামায়াত ৩০০ আসনে প্রার্থী প্রস্তুত রেখেছে বলেও জানান গোলাম পরওয়ার। তবে তিনি স্পষ্ট করে বলেন, “প্রার্থী নির্ধারণ চূড়ান্ত নয়। দলের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো সময় পরিবর্তন হতে পারে।”
তিনি আরও বলেন, “অতীতে বিদেশি শক্তির প্রভাব ছিল, কিন্তু আগামীতে জনগণের ইচ্ছায় শক্তিশালী সরকার গঠিত হবে, যা দেশকে স্বাধীনভাবে পরিচালনা করবে।”
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল হালিম, অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ, শাহজাহান চৌধুরী প্রমুখ।
জেলা ও স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।
এআরই/বাংলাধারা













