২৮ অক্টোবর ২০২৫

চন্দনাইশে সেনা অভিযানে অপহৃত ৩ গ্রামবাসী উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে সশস্ত্র শান্তিবাহিনীর সদস্যদের অপহরণের শিকার হওয়া তিন গ্রামবাসীকে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে ইউনিয়নের পূর্ব এলাহাবাদ (সওদাগর পাড়া) এলাকার চাইলাছড়িতে এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন স্থানীয় বাসিন্দা মো. হারুন (৭০) ও তার দুই ছেলে নোমান (২০) এবং মাঈম (১৫)। সেনা সূত্রে জানা যায়, আট সদস্যের একটি সশস্ত্র গ্রুপ হারুন ও তার দুই ছেলেকে অপহরণ করে। নোমানকে মুক্তিপণের শর্তে ছেড়ে দেওয়া হয়, যিনি পরে চন্দনাইশ সেনা ক্যাম্পে ঘটনাটি জানান।

ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধর নেতৃত্বে ৩৬ সদস্যের একটি টহল দল অভিযান চালায়। প্রায় ছয় ঘণ্টাব্যাপী সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি ও ছইল্লাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর চাপে অপহরণকারীরা হারুন ও মাঈমকে রেখে পালিয়ে যায়। বিকেলে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শান্তিবাহিনীর অপহরণের ঘটনা ঘটলেও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি বোধ করছেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন