২৩ অক্টোবর ২০২৫

নির্বাচন নিয়ে সরকার একদলীয় পক্ষপাত করছে: এনসিপির অভিযোগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার শুধুমাত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দাবিকেই প্রাধান্য দিচ্ছে। শুক্রবার (১৩ জুন) লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও  ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার বৈঠকের পর এক বিবৃতিতে এনসিপি এ অভিযোগ তোলে।

এনসিপির যুগ্ম-সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হলেও গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের নাগরিকদের প্রধান দাবি বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের বিষয়টি উপেক্ষিত হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।”

বিবৃতিতে দলটি দাবি করে, “সরকার বারবার শুধুমাত্র একটি রাজনৈতিক দলের অবস্থানকেই অগ্রাধিকার দিচ্ছে। ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়ন এবং একটি সুষ্ঠু বিচার প্রক্রিয়ার রোডম্যাপ ছাড়া নির্বাচন আয়োজন করলে তা হবে গণঅভ্যুত্থানের মূল চেতনার সাথে বিশ্বাসঘাতকতা।”

এনসিপি জোর দিয়ে বলে, “রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে রাষ্ট্র কাঠামো সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে, জনগণ তা মানবে না।”

উল্লেখ্য, সম্প্রতি রাজনৈতিক সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বিভিন্ন দলের সাথে আলোচনা চললেও বিরোধী দলগুলো সংস্কারের দাবিতে অনড় রয়েছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন