২৩ অক্টোবর ২০২৫

ইসরায়েলের দিকে একযোগে ২০০’র বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরায়েলের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৪ জুন) রাতে তারা ইসরায়েলের দিকে একযোগে ২০০-র বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে। এই হামলায় এখন পর্যন্ত এক নারী নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ইরান ইন্টারন্যাশনালকে দেওয়া ইসরায়েলি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, হামলার প্রথম ধাপে ইরান অন্তত ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এর মধ্যে ১০টির কম ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানে। ইসরায়েল দাবি করেছে, তারা অধিকাংশ ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে।

ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী, রাজধানী তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিকটে একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দেশজুড়ে হামলার সতর্কতা হিসেবে সাইরেন বেজে উঠেছে।

অন্যদিকে, ইসরায়েলও পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরানে। টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরান ও ইসফাহান শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান ইন্টারন্যাশনালের তথ্যমতে, ইসরায়েলি বাহিনী ইরানের তেল ও গ্যাস অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি প্রজেক্টাইল আটকাতে সচেষ্ট।

ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
এর আগে শুক্রবার ভোরে ইরানজুড়ে ব্যাপক হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, আইআরজিসি’র (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর) প্রধানসহ ২০ জন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হন।

পাশাপাশি ক্ষেপণাস্ত্র কারখানা, সামরিক ঘাঁটি ও ইউরেনিয়াম মজুদের অবকাঠামোতেও আঘাত হানে ইসরায়েলি বাহিনী।
বর্তমানে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে।

আরও পড়ুন