২৩ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ির মাইনি নদীতে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ ৮ বছরের শিশু

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালি বাজার সংলগ্ন মাইনি নদীতে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ হয়েছে মো. আরিয়ান নামের ৮ বছরের এক শিশু। শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে নদীর মুখে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

নিখোঁজ আরিয়ান উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আরিয়ান মাইনি নদীতে লাকড়ি ধরার উদ্দেশ্যে নদীতে গেলে অসাবধানতাবশত প্রবল স্রোতে ভেসে যায়।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা জানান, মাইনি নদীতে সকালে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ৮ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।

এ ঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা, রেড ক্রিসেন্টের সদস্যরা সহ অনান্য সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছেন।

এর আগে ৩০ মে মাইনী নদীত লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তড়িৎ চাকমা নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

আরও পড়ুন