২৩ অক্টোবর ২০২৫

“তানিন নেই, কিন্তু ওর দেড় বছরের মেয়েটা যেন ভালো থাকে” : তানিয়া ফারুকের আবেগঘন আহ্বান

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানিন গেলো মঙ্গলবার (১০ জুন) চিরদিনের মতো বিদায় নিয়েছেন। জানা গেছে, তাঁর মৃত্যুর পেছনে ছিলো কালো জাদুর নির্মম ছায়া। তবে মৃত্যুর চেয়েও গভীর এক বাস্তবতা এখন সামনে দাঁড়িয়ে—তানিনের দেড় বছরের ছোট্ট কন্যাশিশু।

তানিনের সহকর্মী ও বন্ধু তানিয়া ফারুক বলেন — “রাতে তানিনের স্মৃতি চোখে ভাসে, ঘুম আসে না।
সকালে ফেসবুকে স্ট্যাটাস দেখি—কে পালবে, কে অ্যাডলপ নিবে…আমার হৃদয় ভারী হয়ে ওঠে।
এভাবে ওর ছোট্ট মেয়েকে নিয়ে উল্লাস করা যায়?
মেয়েটা কাউকে কিছু বলতে পারছে না, শুধু পাশ ফিরে কী যেন খুঁজছে…
যেন ভাবছে, ‘সবার মাঝে মা নেই কেন?’
এই দৃশ্য ভাবতেই বুক হাহাকার করে ওঠে।”

তানিয়া ফারুক আরও বলেন, “আমি চাই এই শিশুটি এমন কারো কাছে থাকুক, যে সত্যিকার অর্থে ওর ভালো চাইবে, যাতে সে মা-বাবার শূন্যতা ভুলে এক আলোকময় জীবনে বড় হয়। আর যারা মিডিয়া, ফ্যাশন ইন্ডাস্ট্রি, কিংবা তানিনের বন্ধু ছিলেন
তারা যেন ওর খোঁজ রাখেন, ভালোবাসায় আগলে রাখেন।”

এটা শুধুই দায়িত্ব নয়, এটা মানবতা। একজন মা নেই, কিন্তু একজন মানুষ যদি হয় মা’র মতো,
তবেই হয়তো তানিনের আত্মা একটু শান্তি পাবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ