খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনি মো. আরিয়ান (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশু আরিয়ান উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে।
শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কবাখালী বাজারসংলগ্ন মাইনি নদীর মুখে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে আরিয়ান নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে একটি লাকড়ির সঙ্গে রশি ছুঁড়ে মারলে হঠাৎ প্রবল স্রোতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা জানান, লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মাইনি নদীতে ৮ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। খবর পাওয়ার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার অভিযানে নেমেছে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ মে একই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তড়িৎ চাকমা নামে এক ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়দের মতে, প্রতি বর্ষা মৌসুমেই এই এলাকায় নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে এ ধরনের দুর্ঘটনা ঘটে।
এআরই/বাংলাধারা