চট্টগ্রামে নতুন করে আরও নয়জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নগরীর চারটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ১৫০ জনের নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আটজন নগরীর এবং একজন উপজেলার বাসিন্দা।
রোববার (১৫ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “চট্টগ্রামের ৪টি ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষার ফলাফলে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন উপজেলার, যিনি পটিয়া উপজেলার বাসিন্দা। বাকি আটজন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।”
সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, গত সাত দিনে সরকারিভাবে চট্টগ্রামে ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তার বিপরীতে শুধু একদিনেই নয়জনের করোনা শনাক্ত হওয়া নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
আক্রান্তদের মধ্যে পুরুষ চারজন ও নারী পাঁচজন। সব মিলিয়ে ৭ জন নগরের ও ২ জন উপজেলার বাসিন্দা।
করোনা শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগ থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মাস্ক পরিধান, হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জোর দেওয়া হচ্ছে।
এআরই/বাংলাধারা