২৪ অক্টোবর ২০২৫

নির্দেশে নয়, নিরপেক্ষভাবে কাজ করবে নির্বাচন কমিশন: সিইসি 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নির্দেশে কাজ করবে না। ভোটকেন্দ্র দখল কিংবা ব্যালট বাক্স ছিনতাইয়ের মাধ্যমে জয়ী হওয়ার স্বপ্ন যারা দেখছে, তারা দিবাস্বপ্নে বিভোর বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, “আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায় পরিচালিত হবো না—এই বার্তাটি আজ কর্মকর্তাদেরও স্পষ্ট করে দিয়েছি। ইসি একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আমরা নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবো।”

বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান সময়টিকে সাধারণ পরিস্থিতি হিসেবে দেখলে হবে না। এটা একটি বিশেষ পরিস্থিতি। বিশেষ ধরনের সরকারও রয়েছে। সরকার গঠনের বিষয়ে বিভিন্ন দল আলোচনা করছে। সরকার সে আলোচনা ত্বরান্বিত করছে বলে জানি।”

নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, “লন্ডনে যে আলোচনা হয়েছে তা মিডিয়ার মাধ্যমেই জেনেছি। সরকারের সঙ্গে আমাদের সরাসরি কোনো আলোচনা হয়নি। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি, যাতে প্রয়োজন হলেই নির্বাচন পরিচালনা করা যায়।”

তরুণ প্রজন্মকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ প্রসঙ্গে তিনি জানান, ভোটার তালিকা সংশোধনে আইনি সংস্কারের চিন্তাভাবনা চলছে। “আমরা চাই, আগামী নির্বাচনে যাদের বয়স ২ জানুয়ারির মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তারাও যেন ভোট দিতে পারেন,” বলেন সিইসি।

তিনি আরও জানান, সীমানা পুনর্নির্ধারণ ও হালনাগাদ ভোটার তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। দলীয় নিবন্ধনের আবেদন নেওয়া হবে ২২ জুন পর্যন্ত।

নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষকে সতর্ক করে তিনি বলেন, “নির্বাচনের সময় অনেকে রাজনৈতিক উদ্দেশ্যে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করে। এবার এমন মতলববাজদের কোনো সুযোগ দেওয়া হবে না। সবাই চায় একটি সুষ্ঠু নির্বাচন—তাহলে দ্বিধা-দ্বন্দ্ব থাকার কোনো কারণ নেই।”

সিইসি কর্মকর্তাদের প্রতি রাজনৈতিক সচেতন থাকার আহ্বান জানালেও বলেন, “সচেতনতা থাকা জরুরি, কিন্তু কেউ যেন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হন। আমরা সমালোচনাকে ইতিবাচকভাবে দেখি, কারণ তাতেই নিজেদের ভুল শুধরে নেওয়ার সুযোগ তৈরি হয়।”

এআরই/বাংলাধারা

আরও পড়ুন