২৩ অক্টোবর ২০২৫

লাটিসোঁটা হাতে রাত কাটে নারীদের, চান্দগাঁওয়ে মব ঠেকাতে পাহারারত ভাড়াটিয়ারা

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে রাত নামলেই টিনঘরের গলিতে শুরু হয় এক নিঃশব্দ প্রতিরোধ। লাঠিসোঁটা হাতে নারীরা দাঁড়িয়ে থাকেন গলির মোড়ে। চোখেমুখে ভয়, তবুও বুকের ভেতর সাহস। উদ্দেশ্য—চাঁদাবাজ ও দুর্বৃত্তদের হুমকি থেকে নিজেদের ঘর-সংসার রক্ষা করা।

 শনিবার(১৪ জুন) রাতে চান্দগাঁও থানার ১৪ নম্বর গ্যারেজ এলাকায় এই ব্যতিক্রম দৃশ্য দেখা যায়। স্থানীয়দের ভাষ্যমতে, কয়েকদিন ধরে একদল দুর্বৃত্ত ওই এলাকার কলোনির ভাড়াটিয়াদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় হুমকি—ঘর দখল, উচ্ছেদ, এমনকি প্রাণনাশের ভয়।

সেই রাতে আবুল কাশেমের মালিকানাধীন ঘরের সামনের দৃশ্য ছিল যেন রীতিমতো চলচ্চিত্রের কোনো দৃশ্য। কয়েকজন নারী বাঁশের লাঠি, টর্চলাইট হাতে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন।
একজন নারী ভাড়াটিয়া বলেন, “দিনে কাজ করি, রাতে ঘরে ফিরি। কিন্তু ঘরেও এখন নিরাপদ নই। রাত কাটে ভয় নিয়ে, পাহারা দিয়ে।”

এ বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, “অপরাধ করে কেউ পার পাবে না। পুলিশ সব সময় তৎপর রয়েছে।” তবে ভুক্তভোগীরা বলছেন, পুলিশের আশ্বাসে কিছুটা স্বস্তি মিললেও ভয় পুরোপুরি কেটে যায়নি।

স্থানীয়দের দাবি, যত প্রভাবশালীই হোক, দুর্বৃত্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। যেন নগরীর আর কোনো প্রান্তে নারীদের এভাবে লাঠি হাতে রাত কাটাতে না হয়।

এই ঘটনা শুধু চান্দগাঁওয়ের নয়, গোটা শহরের জন্য একটি সতর্কবার্তা। সমাজে অপরাধ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নাগরিকদেরও হতে হবে সচেতন ও সাহসী। কারণ এই লড়াই শুধু ঘর বাঁচানোর নয়, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর।

আরও পড়ুন