২৪ অক্টোবর ২০২৫

আজ সংবাদপত্রের কালো দিবস, গণমাধ্যমের কণ্ঠরোধের ভয়াল স্মৃতি

আজ ১৬ জুন , বাংলাদেশে “সংবাদপত্রের কালো দিবস” হিসেবে পালিত হচ্ছে। গণমাধ্যমের ইতিহাসে এই দিনটি একটি ভয়াল ও কালিমালিপ্ত অধ্যায় হয়ে আছে। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে সকল গণমাধ্যম বন্ধ করে দেয়, শুধুমাত্র চারটি সরকারনিয়ন্ত্রিত পত্রিকা ব্যতীত।

এই কালো দিবসে বন্ধ করে দেওয়া হয়েছিল ১১টি স্বাধীন দৈনিক, যেগুলো স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক চেতনার প্রতীক ছিল। বন্ধ হয়ে যাওয়া পত্রিকাগুলোর মধ্যে ছিল: দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, দৈনিক সংবাদ ইত্যাদি।

গণমাধ্যম বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা ছিল মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং দেশীয় গণতন্ত্রের জন্য এক বড় ধাক্কা।

এ দিবস উপলক্ষে সারাদেশে বিভিন্ন সাংবাদিক সংগঠন, প্রেস ক্লাব ও নাগরিক সমাজের পক্ষ থেকে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সিনিয়র সাংবাদিকরা বলেন,“গণমাধ্যম রুদ্ধ হলে জনগণের কণ্ঠও স্তব্ধ হয়ে যায়। ১৯৭৫ সালের ১৬ জুন ছিল সে রকমই এক শ্বাসরুদ্ধকর দিন।”

বর্তমান সময়ে সংবাদপত্র ও সাংবাদিকদের নানা ধরনের বাধা ও চাপের মধ্যেও এই দিনটি মনে করিয়ে দেয় – একটি স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কতটা জরুরি। এই দিবসটি তাই শুধু ইতিহাস স্মরণ নয়, বরং সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন