চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের রোশাইপাড়ায় পুকুরে ডুবে আশরাফুল মোস্তফা আলিফ (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের করুণ মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) সন্ধ্যার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ পোমরা জামেউল উলুম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। তিনি বিশিষ্ট আলেম মাওলানা সৈয়দ খাইরুল আমিন চিশতীর ভাগ্নে।
আলিফের মামা সৈয়দ মোহাম্মদ ফরহাদ আমিন জানান, বিকেলে আলিফ বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে সন্ধ্যায় মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে। লাফ দিয়ে পানিতে নামার পর দীর্ঘ সময় ধরে সে আর ভেসে ওঠেনি। প্রথমে বন্ধুরা খোঁজাখুঁজি করলেও ব্যর্থ হয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।
পরে এলাকাবাসীর সহায়তায় পুকুরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে আজান দেওয়া হলে কিছুক্ষণ পর আলিফের নিথর দেহ ভেসে ওঠে পানিতে। দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এআরই/বাংলাধারা













