মাত্র ২০ দিন পর ছিলো বিয়ের দিন। লাল বেনারশিতে সেজে নিজের স্বপ্নের মানুষের ঘরে পা রাখার কথা ছিল। সাজসজ্জা, আত্মীয়-স্বজনের আনাগোনা আর নতুন জীবনের স্বপ্নে বিভোর ছিলেন কক্সবাজারের রামুর তরুণী রিমঝিম বড়ুয়া। কিন্তু নির্মম এক সড়ক দুর্ঘটনায় সব কিছু থমকে গেল চিরতরে।
সকালে বিয়ের কেনাকাটা করতে রামুর বাইপাস কাউন্টার থেকে পূরবী পরিবহনের একটি বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন রিমঝিম। কিন্তু মহাসড়কের রশিদনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারান রিমঝিম বড়ুয়াসহ আরও দুজন।
রিমঝিমের আকষ্মিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন হবু বর চট্টগ্রামের পটিয়ার সানি বড়ুয়া। নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন এক হৃদয়বিদারক বার্তা—“ভালো থেকো প্রিয়তমা। নিয়তি হয়তো আমাদের আলাদা করে দিলো, কিন্তু ভালোবাসা কখনো আলাদা হবেনা। লাল বেনারশি পড়ে আমার বাড়িতে আসার কথা থাকলেও, সাদা কাফন নামক কাপড়টাই শেষ সময়ে পড়তে হলো। কতো আশা, আকাঙ্ক্ষা সব একটি এক্সিডেন্টে তছনছ করে দিলো। এমন একটা দিন যাই নি তোমার সাথে কথা বলি নি। সাড়ে তিন বছরের সম্পর্কে একটা দিনও কথা না বলে থাকোনি। আজকে কিভাবে কথা না বলে থাকবে পরপারে? আর আমি বা জীবন কিভাবে পার করবো ভেবেছিলে? সবাই আমার ভালোবাসার মানুষটির জন্য একটু আশীর্বাদ করবেন।”
এই শোকাবহ ঘটনায় পরিবার, বন্ধু-বান্ধবসহ পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রিমঝিমের চলে যাওয়া শুধু একটি পরিবারের নয়,ভেঙে দিয়েছে দুটি পরিবারের স্বপ্ন, ভালোবাসা আর ভবিষ্যতের সব রঙিন পরিকল্পনা।
ইমন/বাংলাধারা