২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ফিরেছেন ৪১৩জন হাজি

চট্টগ্রামে প্রথম ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে ফিরেছেন ৪১৩ হাজি। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টা ৪৮ মিনেটে এসব হাজি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রাম থেকে ৫১৮৮ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাত্রা করেছেন। সকালে ফিরতি ফ্লাইটে ৪১৩ হাজি দেশে ফিরেছেন।

এ সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর আগত হাজিদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সিএএবিন কর্মকর্তাবৃন্দসহ বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজারসহ অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন