২৩ অক্টোবর ২০২৫

সাত মামলায় সাবেক এমপি জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর

কক্সবাজারের (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে সাতটি পৃথক মামলায় মোট ১৮ দিনের রিমান্ডে নিতে অনুমোদন দিয়েছেন আদালত। আইন-শৃঙ্খলা বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন,

বুধবার (১৮ জুন) সকালে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক আনোয়ারুল কবির পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর গোলাম সরওয়ার।

এর আগে, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় সকাল ৯ টায় আদালতে তোলা হয় জাফরকে। এ সময় সেখানে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। পরে তাকে কক্সবাজার কারাগারে নেয়া হয়।

তবে জাফরের মুক্তির দাবিতে চকরিয়া আদালত চত্বরের সামনের সড়কে মগবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন জয়নাল।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ