আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা এক মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান এই আদেশ দেন। শুনানিকালে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিমান তরফদার সাবেক এই মন্ত্রীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। তিনি রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন।
অন্যদিকে, মোশাররফ হোসেনের আইনজীবী আদালতকে বলেন, “আমার মক্কেলের বয়স ৮২ বছর। তার হার্টে রিং পরানো হয়েছে, তিনি গুরুতর অসুস্থ। এর আগে ১৫টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল, প্রতিটি মামলায় তিনি জামিনও পেয়েছেন। যখনই তিনি জামিনে মুক্তি পান, তখনই নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “তিনি একজন প্রবীণ রাজনীতিক। তার স্বাস্থ্যগত অবস্থার কথা বিবেচনা করে রিমান্ড আবেদন নাকচ করা উচিত ছিল।”
এর আগে, গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বর্তমানে তাকে পল্টন থানার মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে মামলার প্রকৃত বিষয়বস্তু বা অভিযোগের বিস্তারিত এখনো জানা যায়নি।
এআরই/বাংলাধারা