২৩ অক্টোবর ২০২৫

আনোয়ারায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

১৮ জুন দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার

আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের যানজট নিরসন ও বাজারে মূল্য নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৮) জুন দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার।

এসে দোকানে মূল্য তালিকা না থাকা এবং সড়কে অবৈধ ভ্রাম্যমাণ স্থাপনা তেরী করে যানযট সৃষ্টি করার দায়ে অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে ৫টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার বলেন,চাতরী চৌমুহনী বাজারে বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা এবং সর্বসাধারণ চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরী করে যানজট সৃষ্টি করায় ভোক্তা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।এতে ৫টি মামলায় সংশ্লিষ্ট ধারায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আগেও একাধিকবার আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও আবারও সড়কের উপরে হকারেরা দোকান বসিয়ে যানজট সৃষ্টি করায় আবারও উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

বাংলাধারা/এফইএমএফ

আরও পড়ুন