চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে (১৮ জুন ২০২৫) অনুষ্ঠিত হলো নৃত্যরূপ একাডেমির বাৎসরিক মূল্যায়ন পরীক্ষা ২০২৪-এর সনদপত্র বিতরণ ও নৃত্যানুষ্ঠান। এই আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সম্মানিত জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম শাখার নৃত্য প্রশিক্ষক ফজল আমিন শাওন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও নৃত্যরূপ একাডেমির সভাপতি হিমাদ্রি বড়ুয়া।
নৃত্যরূপ একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় শুরু হয় অনুষ্ঠান। তারা বর্ণিল দলীয় নৃত্য পরিবেশন করে দর্শক-অতিথিদের মুগ্ধ করে। নৃত্যানুষ্ঠানের প্রথম পর্ব শেষে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক প্রিয়াংকা বড়ুয়া অতিথিদের ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেন।
এরপর একাডেমির পরিচালনা কমিটির নবীন ও প্রাক্তন সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৃথা পারমিতা। আলোচনা পর্বে অতিথিরা নৃত্যচর্চার গুরুত্ব ও একাডেমির ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।
বক্তব্যকালে জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ বলেন, “নৃত্যরূপ একাডেমির শিক্ষার্থীরা কেবল নৃত্যশিল্পেই নয়, সংগঠনিক দক্ষতার ক্ষেত্রেও নিজেদের গড়ে তুলছে। পরিচালনা কমিটিতে শিক্ষার্থীদের সম্পৃক্ততা প্রশংসনীয়। জেলা শিল্পকলা একাডেমি সবসময় শিল্পচর্চার পাশে আছে এবং থাকবে।”
অনুষ্ঠানের শেষাংশে নৃত্যরূপ একাডেমির বিভিন্ন বর্ষের ৪৯ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
নৃত্য ও শিল্পচর্চার এমন সুনিপুণ আয়োজন চট্টগ্রামের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন প্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।













