চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের বসত ঘরের পাশে কন্টেইনারবাহী লরির চাপায় মো: জয়নাল আবেদীন (৫৫) নামের এক নার্সারি মালিক (ব্যবসায়ী) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৮টার দিকে বাদামতলী ইসমাইল কারপেট কারখানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি বাদামতলী এলাকার মরহুম লকিয়ত উল্লার ছেলে বলে জানা গেছে।স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, জয়নাল আবেদীন নিজের বাড়ির পাশে একটি নার্সারি করে সেখানকার উৎপাদিত চারা বাজারে বিক্রি করতেন।

বৃহস্পতিবার সকালেও নার্সারি থেকে বিভিন্ন ধরনের চারা তুলে বড়তাকিয়া বাজারে নিজের দোকানে বিক্রি করতে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় দ্রুতগতির কন্টেইনারবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে ছিটকে পড়ে জয়নালকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও স্থানীয় লোকজন নিহত জয়নাল আবেদীনের লাশ উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা সাহ্লঞ মারমা বলেন, বাদামতলী ইসমাইল কারপেট মিল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন এমন খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মো: জয়নাল আবেদীন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছি। লরির চাপায় জয়নালের শরীরের বেশ কিছু অংশ থেঁতলে গেছে। লাশ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এটিএসআই বজলুল হক বলেন, উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি বাদামতলী এলাকায় লরির চাপায় মো: জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ফায়ার সার্ভিস কর্মীদের কাছ থেকে লাশ বুঝে নিয়েছি। আইনিপ্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। লরিটি আমরা হেফাজতে নিলেও ঘটনার পর চালক পালিয়ে গেছেন।













