২৩ অক্টোবর ২০২৫

রেলওয়ে পূর্বাঞ্চলের সিওপিএস শহিদুল ইসলাম ঢাকায় বদলি

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) মো. শহিদুল ইসলামকে ঢাকায় বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয় , যুগ্ম-মহাপরিচালক (অপারেশন) পদে তাকে রেলভবনে। পূর্বাঞ্চলে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন রেলওয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. সফিকুর রহমান।

একই আদেশে রেলভবনের বর্তমান যুগ্ম-মহাপরিচালক (অপারেশন) (চলতি দায়িত্ব) এ এম সালাহ উদ্দিনকে বদলি করে যুগ্ম-মহাপরিচালক (উন্নয়ন–ট্রাফিক) (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন