চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাকরির ইন্টারভিউ শেষে বাড়ি ফেরার সময় এক তরুণী (২৫) অটোরিকশা চালক ও আরেক যাত্রীর যৌথ ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করেন তিনি। এতে মুখ, নাক ও দাঁতে গুরুতর আঘাত পান ওই তরুণী।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ জুন) সকালবেলা, উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া এলাকায়।
ভুক্তভোগী তরুণী বাঁশখালী উপজেলার বাসিন্দা। তিনি জানান, কর্ণফুলী উপজেলার ব্রিজঘাট এলাকায় খালাতো বোনের বাসায় থেকে কোরিয়ান ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরির সাক্ষাৎকার দিতে যান। সকাল ৮টায় ইন্টারভিউ শেষে বেরিয়ে এসে গেটের সামনে অপেক্ষমাণ চাতরী চৌমুহনীগামী একটি অটোরিকশায় ওঠেন। অটোরিকশায় ওঠার সময় একজন যুবককে ভেতরে বসে থাকতে দেখেন তিনি।
তরুণীর অভিযোগ, নির্ধারিত গন্তব্যে না গিয়ে চালক অটোরিকশাটি একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জানায়, গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে। এরপর চালক ও সঙ্গে থাকা যুবক মিলে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। জীবন বাঁচাতে তরুণী চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর ভুক্তভোগী আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সচেতন মহল দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এআরই/বাংলাধারা