ঢালিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা তানহা মৌমাছি অচিরেই বিয়ে করছেন। ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করা তানহা ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।
পরিবারিক আয়োজনের মধ্য দিয়ে চলতি মাসেই তানহা তার বিয়ে সম্পন্ন করবেন। জানা গেছে, তিনি বিয়ে করছেন রেহান খান রাজীব নামে একজন শিল্পপতির একমাত্র ছেলের সঙ্গে। গত ২৪ মে দুই পরিবারের সম্মতিতে তাদের বিবাহের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সম্পর্কেই তানহা বলেন, “পরিবারের পছন্দ অনুযায়ী বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিক থাকলে এই মাসেই পরিবারের ও ঘনিষ্ঠজনদের নিয়ে আমাদের বিয়ের অনুষ্ঠান হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
বর্তমানে তানহা মৌমাছি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ এবং রকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ নামের দুটি সিনেমার মুক্তির অপেক্ষায় আছেন। দুটি সিনেমায়ই তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা। সিনেমা দুটির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।
এআরই/বাংলাধারা