১ ডিসেম্বর ২০২৫

অবৈধ বালু বিক্রি নিয়ে বিরোধ, বিএনপি সভায় নেতা মারধর

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ বালু-মাটি বিক্রিকে কেন্দ্র করে বিএনপির এক অভ্যন্তরীণ সভায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে একই ইউনিয়নের যুবদল আহ্বায়কের বিরুদ্ধে। শুক্রবার (২০ জুন) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সুয়াবিল ইউনিয়নের দলীয় একটি বিষয় নিয়ে সমঝোতা বৈঠকের আয়োজন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিম উল্লাহ বাহার। সভা চলাকালে সুয়াবিল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নঈম উদ্দিনের সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি এয়াকুব শহীদের পক্ষের লোকজনের কথা কাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় এয়াকুব শহীদকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী বিএনপি নেতা এয়াকুব শহীদের দাবি “এলাকায় অবৈধ বালু-মাটি বিক্রির বিরোধিতা করায় দলীয় কিছু নেতাকর্মীর সঙ্গে আমার বিরোধ তৈরি হয়। এর জেরেই হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে নেতারা বিষয়টি মীমাংসা করেছেন।”

তবে অভিযুক্ত যুবদল আহ্বায়ক নঈম উদ্দিন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, “দলীয় একটি বিষয় নিয়ে আমি প্রতিবাদ করেছি মাত্র। কে কোথায় মার খেয়েছে, তা আমি দেখিনি।”

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার বলেন, “এটি সামান্য ভুল বোঝাবুঝি মাত্র। বড় দলে এ ধরনের ঘটনা ঘটতেই পারে। বিষয়টি দ্রুতই মীমাংসা হয়ে গেছে।”

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, এ ঘটনায় এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন