২৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের বর্ধিত সভা শনবিার (২১ জুন) বিকেলে নিজস্ব কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

সভায় উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল আফসার জুয়েল বলেন, “বিগত ১ দশক আমরা জেলা ছাত্রদলে আপনাদের সাথে নিয়েই নেতৃত্ব দিয়েছি, প্রত্যাশা করছি নতুন জেলা ছাত্রদলের কমিটি সফলতার দিক দিয়ে আমাদের ছাড়িয়ে যাবে।”

প্রধান বক্তার বক্তব্যে মনিরুল আলম জনী বলেন, “বিগত দিনে ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে যারা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে জেলা পূর্ণাঙ্গ কমিটি ও ইউনিট কমিটি গুলোতে জেলা ছাত্রদল তাদের প্রাধান্য দিবে।”

সভাপতির বক্তব্যে তকিবুল হাসান চৌধুরী বলেন ,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান জেলা ছাত্রদলে নতুন কমিটি উপহার দিয়েছেন, ঐক্যবদ্ধ ভাবে কর্মকাণ্ড পরিচালনা করতে আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের একটা মডেল জেলা ছাত্রদল উপহার দিবো। ”

বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নব-ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক সুজা-উদ-দৌলা সজীব, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান, মহিন উদ্দীন, গাজী আবদুল মুবিন, হোসেন মোহাম্মদ মাসুম, আমজাদ হোসেন জিহান, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর উদ্দীন হোসেন, বেলাল উদ্দিন মুন্না, কাউসার উদ্দিন বাবু ও দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা ও পৌরসভা ছাত্রদল এর আহবায়ক, সদস্য সচিব বৃন্দ।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন