১ ডিসেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় উপ-সহকারী কৃষি অফিসারকে মামা সম্বোধন করায় কৃষককে নাজেহালের অভিযোগ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপ-সহকারী কৃষি অফিসার লোকন বিশ্বাসকে মামা সম্বোধন করায় স্থানীয় এক কৃষককে নাজেহাল করার অভিযোগ উঠেছে। শনিবার(২১ জুন) উপজেলা কৃষি অফিসে এই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় কৃষক মো. মঈন উদ্দিন বাদী হয়ে উপজেলা কৃষি অফিসারকে লিখিত অভিযোগ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোমরা গোমস্তার পাড়ার কৃষক মো. মঈন উদ্দিনকে স্থানীয় উপ সহকারী কৃষি অফিসার দিলুয়ারা বেগম টেলিফোনে উপজেলা কৃষি অফিস থেকে নারিকেল চারা নেওয়ার জন্য অফিসে আসতে বলেন। কৃষক মঈন উদ্দিন শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি অফিসে উপস্থিত হয়। উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি অফিসার লোকন বিশ্বাসকে মামা সম্বোধন করে এক কপি কৃষি কার্ড ফটোকপি করার অনুরোধ করেন কৃষক মঈন উদ্দিন।এসময় বাইরের দোকানে বিদ্যুৎ ছিলো না তাই তিনি এই আবদার করেছিলেন।

কৃষক মঈন উদ্দিন বলেন, উপ-সহকারী কৃষি অফিসার রোকন বিশ্বাসকে মামা সম্বোধন করায় অকথ্য ভাষায় গালাগালি পরে আমার দিকে মারমুখী অবস্থায় দেখি। পরে উপস্থিত অন্যান্য স্টাফ ও কৃষকরা এগিয়ে এসে আমাকে রক্ষা করে।

এ ঘটনায় অভিযুক্ত উপ-সহকারী কৃষি অফিসার রোকন বিশ্বাস তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন।

ঘটনার বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিসার মো. ইমরুল কায়েস বলেন, কৃষককের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টা আমি দেখছি।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন