২৩ অক্টোবর ২০২৫

চিটাগাং খুলশী ক্লাবে ঈদের মিলনমেলা ও আধুনিক ক্লাব কমপ্লেক্সের সূচনা

ঈদের আমেজ আর সৌহার্দ্যের বাতাবরণে চট্টগ্রামের খুলশী ক্লাবে হয়ে গেল এক অনন্য সন্ধ্যা। শনিবার (২১ জুন) রাতে ক্লাব চত্বরে আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী ও আন্তর্জাতিক মানসম্পন্ন ক্লাব কমপ্লেক্স ‘ব্যসবার্ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান।

সন্ধ্যা ৮টায় শুরু হওয়া আয়োজনে সপরিবারে উপস্থিত হয়ে ক্লাব সদস্যরা শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে মিলিত হন এক প্রাণবন্ত উৎসবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি রফিক উদ্দিন বাবুল ভূঁইয়া। তিনি বলেন,

“খুলশী ক্লাব কেবল একটি সামাজিক সংগঠন নয়, এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। নতুন যে হোটেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, তা শুধু অবকাঠামো নয়, এটি চট্টগ্রামের আতিথেয়তা ও আধুনিকতার দিগন্ত উন্মোচনের একটি পদক্ষেপ।”

অনুষ্ঠানের শুরুতে খুলশী ক্লাবের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণ করা হয় ক্লাবের নিবেদিতপ্রাণ সদস্যদের, যাঁরা তাঁদের শ্রম ও ভালোবাসায় এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন—মো. জাহাঙ্গীর আলম, ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ, মোহাম্মদ মুরতুজা আলী, মাহমুদ আলী, সৈয়দ তাজুল ইসলাম, মোহাম্মদ ইকবাল চৌধুরী, এনামুল হক চৌধুরী, মোহাম্মদ নাসির উদ্দিন, মো. মমতাজুল ইসলাম চৌধুরী, হালিম বিন রহমান, এ.কে.এম শামসুদ্দিন, ক্যাপ্টেন নূর আহমেদ (প্রধান), খায়েজ আহমেদ ভূঁইয়া, ড. এম. ইউসুফ চৌধুরী, আফতাবুর রহমান শাহীন ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু।তাঁদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে অতিথিসহ উপস্থিত সকলে দোয়া ও মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের এক্সিকিউটিভ সদস্য মো. আনোয়ার সাজ্জাদ লিপন, মো. এমদাদুল হক চৌধুরী, হোসাইন মো. শোয়াইব,এবং বিশেষভাবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান।

পুনর্মিলনী শেষে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ভোজ, আর সুরের মূর্ছনায় ছিল এক অনবদ্য সংগীতানুষ্ঠান। পুরো সন্ধ্যা পরিণত হয় এক সৌহার্দ্যপূর্ণ, উৎসবমুখর মিলনমেলায়— যেখানে ঈদের খুশি, স্মৃতিচারণা ও আগামীর প্রত্যাশা মিলেমিশে তৈরি করে এক উজ্জ্বল অনুভব।

আরও পড়ুন