২৩ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে অভিযানে ছিনতাইকৃত পিকআপ ও ১৪২ পিস ব্যাটারি উদ্ধার

সীতাকুণ্ডে কদমরসুল এলাকা থেকে ছিনতাইকৃত পিকআপভ্যান ও ১৪২টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের ৩ ঘন্টার মধ্যে আবারো পুলিশ অভিযান চালিয়ে পিকআপভ্যান ও ব্যাটারি উদ্ধার করেন।

আজ সোমবার ভোর ৫টার দিকে পিকআপ ও ব্যাটারিগুলো উদ্ধার করা হলেও এ ঘটনায় কোন আসামি গ্রেপ্তার হয়নি।

এদিকে থানা সূত্রে জানা গেছে, রবিবার (২২ জুন) রাত ৮টার দিকে মোঃ সেলিম মিয়া নামক পিকআপভ্যান চালক নারায়নগঞ্জের কাঁচপুর থেকে অটোরিক্সার ব্যাটারি ভর্তি করে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।

রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন এলাকার রয়েল গেট অতিক্রমকালে৩ থেকে ৪ জন ছিনতাইকারী গাড়িটি গতিরোধ করে চালক ও গাড়ির সহকারীর গলায় ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে মারধর শুরু করে। পরে পিকআপভ্যানসহ ব্যাটারিগুলো ছিনতাই করে পালিয়ে যায়।

ঘটনাটি সীতাকুণ্ড থানায় অবহিত করলে এদিন সোমবার ভোর ৫টার দিকে সীতাকুণ্ড থানার এসআই মোঃ জাকির সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কদমরসুল এলাকায় অভিযান চালান। উক্ত অভিযানে পিকআপভ্যান ও ব্যাটারিগুলো উদ্ধার করেন তিনি।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন, ছিনতাই কারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন