২৩ অক্টোবর ২০২৫

সেনা-পুলিশের অভিযানে শীর্ষ ডাকাত শাহীন বাহিনীর অস্ত্র প্রশিক্ষক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ ডাকাত শাহীনের অস্ত্র প্রশিক্ষক ও গানম্যান মো. আশিক তালুকদার (২৭)কে বিদেশি পিস্তল, দেশীয় লম্বা বন্দুক-গুলি এবং সেনাবাহিনীর একটি হেলমেটসহ আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক এবং সেনাবাহিনীর ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (২৩ জুন) দুপুরে উখিয়া উপজেলার মরিচ্যা পালংয়ের মধুঘোনা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার আশিক তালুকদার উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মধ্যম হলদিয়া গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।

উখিয়া থানার পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আশিক তালুকদার শীর্ষ ডাকাত শাহীন বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছিলেন। তিনি বাহিনীর সদস্যদের অস্ত্র চালনায় প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ডাকাতি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি অংশ নিতেন।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে এবং বিস্তারিত তথ্য অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন