২৩ অক্টোবর ২০২৫

বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিস্ব ৪ পরিবার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারটি পরিবারের ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২৫ জুন) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিবেশীর প্রচেষ্টায় সকল শিশুসহ গবাদি পশু নিরাপদে সরাতে পারলেও ঘরের ছিঁটেফোঁটাও রক্ষা করা সম্ভব হয়নি।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- আবুল কাশেম, রেজাউল করিম কালু, মাহমুদুল করিম, আবদুর রহমান (শরীফ)।

ফায়ার সার্ভিস জানায়, সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আসে।

পুইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে সহযোগিতা করা হয়েছে। আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম।

বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত। এরপর ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়লে সেখানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন