২৩ অক্টোবর ২০২৫

চবি ক্যাম্পাসে গাঁজা সেবন, আটক ৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে গাঁজা সেবনের অভিযোগে তিন ছাত্রীসহ মোট নয়জন শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা বাহিনী। বুধবার (২৫ জুন) রাত ৮টার পর এই অভিযান পরিচালিত হয়।

প্রক্টরিয়াল সূত্রে জানা যায়, কলা অনুষদের ক্যান্টিন ও ঝুপড়ি সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযানে শিক্ষার্থীদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ছয়জন ছাত্র এবং তিনজন ছাত্রী রয়েছেন। দুইটি গ্রুপে ভাগ হয়ে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন।এক দলে ছিলেন পাঁচজন, অন্য দলে চারজন। আটক হওয়া ব্যক্তিদের একজন পোর্ট সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী বলেও নিশ্চিত হওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বৃহস্পতিবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করে বলেন, “চবি প্রশাসন মাদকবিরোধী কার্যক্রমে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানে তাদের গাঁজা সেবনের সময় আটক করা হয়।”

তিনি জানান, প্রাথমিকভাবে মুচলেকা নেওয়ার পর আটক শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের জন্য তাদের বিভাগে হস্তান্তর করা হয়েছে।

নাম,পরিচয় প্রকাশ না করার বিষয়ে তিনি বলেন, “আমরা তাদের সংশোধনের সুযোগ দিতে চাই। শাস্তির পথে না গিয়ে আপাতত কাউন্সেলিংয়ের মাধ্যমে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

 

বাংলাধারা/এফইএমএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ