২৩ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে এইচএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩১ পরীক্ষার্থী

ফটিকছড়িতে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩১ পরীক্ষার্থী।বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার ২টি কেন্দ্রে এইচএসসি, ১টি কেন্দ্রে আলিম ও ১টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ১৫৯ জন। প্রথম দিন বাংলা ১ম পত্র পরীক্ষায় উপস্থিত ছিল ১ হাজার ৪৬১ জন। অনুপস্থিত ছিল ২৮ জন। আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৯৯ জন। প্রথম দিন কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষায় অনুপস্থিত ছিল ৮ জন। উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৮০ জন। প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১ জন।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুজাম্মেল হক চৌধুরী জানান, এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় এইচএসসি ও আলিমে ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

আরও পড়ুন