আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ আশরাফুল হোসেন, যিনি ‘হিরো আলম’ নামে পরিচিত, অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ সেবন করে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে এক বন্ধুর বাড়িতে ওঠেন তিনি। রাতে ঘুমের ওষুধ সেবন করার পর শুক্রবার (২৭ জুন) সকালে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
হিরো আলমের বন্ধু জাহিদ হাসান জানান, সকালে তার শয়নকক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে দেখা যায় তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুজ্জামান জানান, হিরো আলম অতিমাত্রায় ঘুমের ট্যাবলেট সেবন করেছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জাহিদ হাসান আরও জানান, সাম্প্রতিক সময়ে স্ত্রী রিয়ামণির সঙ্গে ঘটে যাওয়া পারিবারিক ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হিরো আলম। গতকাল (বৃহস্পতিবার) রাতে তার সঙ্গে দেখা হওয়ার পর তিনি অনেক কান্নাকাটি করেন ও হতাশার কথা জানান। এরপর না খেয়ে একা ঘুমাতে যান। সকালে দরজা না খোলায় ঘরে ঢুকে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।