চট্টগ্রাম নগরের লালখান বাজারে অবস্থিত মমতা ক্লিনিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) দুপুর ৩টা ১০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর সঞ্জয় বলেন, ‘লালখান বাজারের মমতা ক্লিনিকে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।’