ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাইলে ইসলামী হুকুমতের বিকল্প নেই।
শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির, সাবেক এমপি ও চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী।
বায়েজিদ থানা আমির মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহনগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস। দারসুল কোরআন পেশ করেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য মাওলানা মফিজুল হক।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মানুষের ক্ষমতা কোনোভাবেই দীর্ঘস্থায়ী নয়; আল্লাহ তা’য়ালাই সর্বময় ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। দুনিয়ায় শান্তি ও আখেরাত মুক্তি লাভ করতে হলে আমাদের সবাইকে কুরআন-সুন্নাহর আদর্শের দিকে ফিরে আসতে হবে। ঈমানি মজবুতির সাথে ব্যবহারিক জীবনকে মডেল বানাতে পারলেই দুনিয়া-আখিরাতে সফলতা আসবে, ইনশা-আল্লাহ্।
এতে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির মাওলানা ফজলুল কাদের, থানা সহকারী সেক্রেটারি হাফেজ আবুল মানসুর, থানা অফিস সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, মাওলানা মুহাদ্দিস মাহবুবুর রহমান, হাফেজ রবিউল হুসাইন, ৩ নম্বর ওয়ার্ড আমির নুরুল আলম, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড আমির হাফেজ মনিরুল ইসলাম প্রমুখ।
- বাংলাধারা/ এফইএমএফ