২৩ অক্টোবর ২০২৫

রামগড়ে প্রবাসীর বাড়ি ও বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল সদুকার্বারিপাড়ায় গভীর রাতে প্রবাসীর বাড়ি এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, শনিবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে কাতার প্রবাসী রাজুর বাড়িতে হানা দেয় একটি সংঘবদ্ধ চোরচক্র। তারা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী রাজুর পরিবার জানায়, রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েছিল। এসময় তিন সদস্যের একটি চোরচক্র পাশের বাড়ি থেকে মই এনে সাইড ওয়াল বেয়ে বাড়ির ভেতরে ঢুকে। পরে যন্ত্রপাতির সাহায্যে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরে তখন রাজুর পিতা-মাতা, স্ত্রী এবং ছোট ভাইয়ের স্ত্রী অবস্থান করছিলেন। হঠাৎ ঘুম ভেঙে রাজুর স্ত্রী দেখতে পান, তিনজন ব্যক্তি ঘরে তল্লাশি চালাচ্ছে। চিৎকার দিলে চোরেরা পালিয়ে যায়, তবে ততক্ষণে মূল্যবান স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট হয়ে গেছে।

রাজুর বাবা, অবসরপ্রাপ্ত বিডিআর সুবেদার করিমুল হক বলেন, “আমার তিন ছেলে বিদেশে। আমি বয়স্ক মানুষ। এমন ঘটনায় পুরো পরিবার আতঙ্কিত। দ্রুত পুলিশি পদক্ষেপ দরকার।”

এর আগের রাতেও (২৭ জুন) রামগড় পৌরসভার শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। চোরেরা বিদ্যালয়ের আলমারি ভেঙে নগদ অর্থ নিয়ে যায়।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, রামগড়ে রাতের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। প্রতিনিয়ত চুরির ঘটনা বেড়ে চলেছে। তারা নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন বলেন, “চুরির বিষয়টি আমাদের জানা আছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এআরই/বাংলাধারা

আরও পড়ুন