চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫ জনে।
রোববার (২৯ জুন) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নগরীর ৯টি ল্যাবে মোট ১৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল এবং মা ও শিশু জেনারেল হাসপাতালে ১ জন করে এবং মেট্রোপলিটন হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়।
শনাক্ত হওয়া পাঁচজনই নগর এলাকার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রামে মোট শনাক্ত ১৩৫ জনের মধ্যে ১২২ জন নগরের এবং ১৩ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এছাড়া করোনা সংক্রমণে চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন। তাদের মধ্যে ৩ জন নগরের ও ৪ জন উপজেলার বাসিন্দা। সর্বশেষ গত শনিবার (২৮ জুন) একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।