চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪৪৭ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার প্রাক্কলিত রাজস্ব বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন পেয়েছে। শনিবার (২৮ জুন) দুপুর আড়াইটায় উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬১তম যৌথ সভায় এ বাজেট অনুমোদিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক ও ফাইন্যান্স কমিটির সচিব মো. আমিরুল ইসলাম। অনুমোদিত বাজেটটি পরবর্তীতে সিনেট সভায় উপস্থাপন করা হবে।
সভায় উপাচার্য বলেন, “নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর আমরা একাডেমিক অগ্রগতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছি। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়ে আমরা নানা পরিকল্পনা হাতে নিয়েছি। ইতোমধ্যেই আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নয়নসহ দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।”
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, সিন্ডিকেট সদস্য ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী, মোহাম্মদ আলী, মুখ্য সচিব এম. সিরাজ উদ্দিন মিয়া, অধ্যাপক ড. তোফায়েল আহমেদ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
ভার্চুয়ালি যুক্ত ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও রেক্টর ড. মো. ওমর ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন ফাইন্যান্স কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ নেছারুল করিম, অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, অধ্যাপক আবু মুহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক ড. মোরশেদুর রহমান, অধ্যাপক ড. শাহাদাত হোসেন এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
পিএন/এআরই