২৩ অক্টোবর ২০২৫

১১তম চার্টার ও ফ্যামিলি নাইট উদযাপন অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর ১১তম চার্টার ও ফ্যামিলি নাইট উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার (২৮ জুন) চট্টগ্রামের জিন্নুরাইন কনভেনশন সেন্টারে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান ডা. মাঈনুল ইসলাম মাহমুদ বলেন, “রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর বর্তমান সভাপতি এস এম জমির উদ্দিন এর নেতৃত্ব উদাহরণ হয়ে থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিন। দায়িত্ব গ্রহণ করেন ক্লাবের নতুন প্রেসিডেন্ট সৈয়দা কামরুন নাহার সুমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. তৈয়ব চৌধুরী।

অনুষ্ঠানে জাতীয় সংগীত, কোরআন তেলাওয়াত, রোটারি প্রত্যয় পাঠসহ তিন ক্যাটাগরিতে রোটারিয়ানদের সম্মাননা প্রদান করা হয়। ক্লাবের বিগত বর্ষের কার্যক্রম, যেমন বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষাবৃত্তি, কম্বল বিতরণ, বন্যার্তদের সহায়তা, ছাতা বিতরণ ইত্যাদি তুলে ধরা হয়।

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর পক্ষ থেকে জানানো হয়, ক্লাব শুধু চট্টগ্রামে নয়, দেশের বিভিন্ন প্রান্তেও মানবিক কার্যক্রম পরিচালনা করেছে।

অনুষ্ঠানের শেষ পর্বে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয় ক্লাব সেক্রেটারি ডা. আয়েশা আফরিন ও প্রেসিডেন্ট ইলেক্টের পরিচালনায়।

আরও পড়ুন