২৪ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে মায়া হরিণ শাবক উদ্ধার, চিড়িয়াখানায় হস্তান্তর

চট্টগ্রামের ফটিকছড়িতে পাহাড়ী বনের মা–হারা একটি মায়া হরিণের শাবক সুয়াবিল এলাকা থেকে উদ্ধার করে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়।

রবিবার (১৯ জুন) সকালে উদ্ধার হওয়া মায়া হরিণ শাবকটিকে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেন স্থানীয়রা। দুপুরে শাবকটিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, সকালে শোভনছড়ি সংরক্ষিত বন সংলগ্ন লোকালয়ে খাবারের খোঁজে দলচ্যুত ও মা ছাড়া মায়া হরিণ শাবকটিকে মুমূর্ষু অবস্থায় পান স্থানীয়রা। এলাকাবাসী শাবকটিকে উদ্ধার করে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরীকে জানালে তিনি উপজেলা প্রশাসনের পক্ষান্তর করেন।

ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “হরিণ শাবকটি অসুস্থ থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আমরা চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করি।”

আরও পড়ুন