নোয়াখালীর চরজব্বার থানায় দায়ের করা এক ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ সিরাজ উদ্দিনকে চট্টগ্রামের ইছাখালী এলাকা থেকে আটক করেছে র্যাব।
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় র্যাব-৭ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে খবর, গোপন সূত্রে তারা জানতে পারেন—চরজব্বার থানায় ১৩ মে ২০২৫ তারিখে দায়ের হওয়া মামলার (নং ০৫) প্রধান অভিযুক্ত সিরাজ উদ্দিন চট্টগ্রামে লুকিয়ে রয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় দায়ের হয়েছিল। খবর পেয়েই র্যাবের দুটি ইউনিট অভিযান চালায় এবং সন্ধ্যা সাড়ে ছ’টার সময় তাকে পাকড়াও করা হয়।
গ্রেফতার হওয়া সিরাজ উদ্দিনের বয়স ২৬, বাড়ি নোয়াখালির চরকাজী গ্রামে। তার বাবা নবী মিয়া। র্যাব জানিয়েছে, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে চরজব্বার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।