২৩ অক্টোবর ২০২৫

পটিয়ায় পুলিশের লাঠিচার্জে ছাত্রসহ আহত ২৩ জন, উত্তপ্ত পরিস্থিতি

চট্টগ্রামের পটিয়ায় পুলিশের লাঠিচার্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও পুলিশের অন্তত ২৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টা ও সাড়ে ১২টার দিকে পটিয়া থানা চত্বর এবং থানার সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অধিকাংশই আন্দোলনকারী ছাত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর দে কে স্লোগান দিয়ে থানায় সোপর্দ করতে গেলে পুলিশ ও ছাত্রদের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে। এরপর রাত সাড়ে ১২টায় আবারও ছাত্রদের উপর লাঠিচার্জ ও ধাওয়া করে পুলিশ, এতে আরও ১১ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন: রিদওয়ান সিদ্দিকী, তৌকির, তালহা, মাশরাফ, সাইফুল, শাহী, তায়েম, নাদিম, আয়াশ, সোহান, আকিল, ইরফান, রায়হান, মুনতাসীর, মারুফ, মিহাদ, তুর্কি প্রমুখ।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, দুই দফায় মোট ২১ জন ছাত্র ও ২ জন পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে দ্বিতীয় দফাররা তুলনামূলক বেশি গুরুতর।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নুর বলেন, “ছাত্রদের উপর কোনো লাঠিচার্জ হয়নি। তারা থানায় এসে উচ্ছৃঙ্খল আচরণ করে, দরজা ভাঙচুর করে। তাদের ধাওয়া দিলে পালাতে গিয়ে নিজেরাই পড়ে গিয়ে আহত হয়।”

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তালহা অভিযোগ করেন, “পুলিশ নিজেরাই আসামি ধরে না, বরং যারা অন্যায়কারীদের ধরে আনে বা তথ্য দেয়, তাদেরই হামলার শিকার হতে হয়। পটিয়া থানা পুলিশ ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করছে।”

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পটিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন