চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের উদ্যোগে শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ এবং পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) বিকেল ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের সামনে এই আয়োজন হয়। ২০২৪ সালের বর্ষা বিপ্লবে পুলিশের গুলিতে নিহত হৃদয় তরুয়ার স্মরণে তার আত্মত্যাগের কথা তুলে ধরেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা হায়দার। তিনি বলেন, “হৃদয় তরুয়ার দেশপ্রেম, সাহসিকতা ও আত্মদান নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জমালুল আকবর চৌধুরী, অধ্যাপক ড. সালমা বিনতে শফিক, সহকারী অধ্যাপক দেবাসিস কুমার প্রামাণিক, সহকারী প্রক্টর ও প্রভাষক মো. নুরুল হামিদ কাননসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
বক্তব্য শেষে শহীদ তরুয়ার স্মরণে আম, লিচু, জামরুল, কৃষ্ণচূড়া, সোনালু, জলপাই, নিম, বকুল, আমলকী, চালতা, আমড়া, রাধাচূড়া প্রভৃতি ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।
এরপর সন্ধ্যা ৭টায় তরুয়ার সহপাঠীদের আয়োজনে চবি রেলওয়ে স্টেশনে প্রায় শতাধিক পথশিশুর মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
প্রসঙ্গত, হৃদয় চন্দ্র তরুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের বর্ষা বিপ্লবে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয়ে ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বাংলাধারা/এফইএমএফ