চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও হত্যাচেষ্টা মামলার আসামি ড. কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতি বোর্ড গঠনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (৪ জুলাই) দুপুর আড়াইটা থেকে তারা বিক্ষোভ শুরু করেন এবং সাড়ে তিনটার দিকে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। এতে উপাচার্য, দুই উপ-উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন বোর্ডটি প্রত্যাহার করতে বাধ্য হয়।
২০২৩ সালের ২৬ নভেম্বর হেফাজতে ইসলামের কর্মী এনামুল হক চৌধুরী চট্টগ্রাম আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের হামলার শিকার হন। কিরিচের কোপে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং হাত ভেঙে যায়। সেই মামলায় ১৬৪ জনের মধ্যে কুশল বরণ চক্রবর্তী ২০তম আসামি।
এছাড়া, সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও আদিবাসী জনগোষ্ঠীর উপর গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে আগেও বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভারতের নির্দেশনায় এই সম্মেলনের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। তাকে আরএসএস এর সমর্থক ও ‘র’এর এজেন্ট বলেও অভিযুক্ত করেন অনেকে।
বাংলাধারা/এফইএমএফ