ফটিকছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা এবং প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি এমরান ফরহাদ এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের স্থায়ী সদস্য ফখরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, সহ-সম্পাদক সাইফুর রহমান সোহান, অর্থ সম্পাদক আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মোস্তাফা কামরুল, পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিম, কার্যনির্বাহী সদস্য দৌলত শওকত, স্থায়ী সদস্য মো. জুনায়েদ এবং সদস্য ফজলুল করিম ও আব্দুল খালেদ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, একটি শক্তিশালী ও কার্যকর প্রেসক্লাব গড়ে তুলতে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব এবং দায়বদ্ধতা অপরিহার্য। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে সংগঠনের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
সভায় ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।













