চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তাদের চূড়ান্ত পরীক্ষার অংশ হিসেবে মঞ্চস্থ করতে যাচ্ছে বিশ্বখ্যাত নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেন রচিত“গোস্টস” নাটক। মঙ্গলবার (৮ জুলাই) এই নাটকটিহবে শহিদ মোজাম্মেল মিলনায়তনে মঞ্চস্থ হবে।
দীর্ঘ ৩৫ বছর পর নতুন প্রাণ পেতে যাচ্ছে এই মিলনায়তন, যা এতদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মিলনায়তনের সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্কারের আগেই এর কার্যকারিতা যাচাইয়ের উদ্দেশ্যে ‘Trinity Beat’25: আবদ্ধতার অন্তরালে’ শিরোনামে আয়োজিত হচ্ছে এই নাট্য অনুষ্ঠান।
নাটকটির প্রযোজনা করছে “মেঘাগমপ্রিয়”একটি নিরীক্ষাধর্মী নাট্য দল। তাদের পরিবেশনায় দর্শকরা উপভোগ করবেন এক ভিন্নধর্মী নাট্য অভিজ্ঞতা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নাট্যকলা বিভাগ অনুষ্ঠান সফল করতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছে।
পিএন/এআরই/বাংলাধারা