দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামসহ দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এতে চট্টগ্রামের পাহাড়ি ও নিচু এলাকায় পাহাড়ধস এবং জলাবদ্ধতার ঝুঁকি দেখা দিয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মো. হাফিজুর রহমান জানান, উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ বলেন, নগরের নিচু লিংক রোডে পানি জমার প্রবণতা বেশি। এসব এলাকায় ড্রেন পরিষ্কার করা হলেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না। পরিস্থিতি সামাল দিতে সিটি কর্পোরেশনের জরুরি টিম প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে সর্তকতা জারি করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ জানান, ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং ও নজরদারি বাড়ানো হয়েছে। জোনভিত্তিক কমিটি করে স্থানান্তরের কাজ চলছে।
পাহাড়ি এলাকায় অপ্রয়োজনে যাতায়াত না করা এবং বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
এআরই/বাংলাধারা