২৩ অক্টোবর ২০২৫

প্রিয়ম-ফাহমিদার নেতৃত্বে পিসিআইইউ ফ্যাশন ডিজাইনার’স ক্লাব

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) ফ্যাশন ডিজাইনার’স ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) আয়োজিত নির্বাচনে প্রায় ৫৪ শতাংশ ভোটারের অংশগ্রহণে নতুন কমিটি নির্বাচন সম্পন্ন হয়। নবনির্বাচিত কমিটি আগামী ছয় মাস ক্লাবের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী প্রিয়ম রায় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২৭তম ব্যাচের ফাহামিদা আক্তার। ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের চেয়ারম্যান আশরাফুল ইসলাম।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ন্যাচারাল সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক সেলিনা আক্তার এবং সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের প্রভাষক প্রশান্ত কুমার শীল।

নির্বাচনকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আশরাফুল ইসলাম বলেন, “নতুন কমিটি ক্লাবের কর্মকাণ্ডে উদ্ভাবনী চিন্তা ও শিল্প-শিক্ষা সংযোগে গুরুত্ব দেবে। কর্মশালা ও প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে উদ্যোগ নেওয়া হবে।”

নবনির্বাচিত সভাপতি প্রিয়ম রায় বলেন, “ফ্যাশন ডিজাইনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত ও সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

এআরই/বাংলাধারা

আরও পড়ুন